পাতা:গীতবিতান.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৫১

১১০

বল দাও মোরে বল দাও,  প্রাণে দাও মোর শকতি
সকল হৃদয় লুটায়ে  তোমারে করিতে প্রণতি।
সরল সুপথে ভ্রমিতে,  সব অপকার ক্ষমিতে,
সকল গর্ব দমিতে  খর্ব করিতে কুমতি।
হৃদয়ে তোমারে বুঝিতে,  জীবনে তোমারে পূজিতে,
তোমার মাঝারে খুঁজিতে  চিত্তের চিরবসতি।
তব কাজ শিরে বহিতে,  সংসারতাপ সহিতে,
ভবকোলাহলে রহিতে,  নীরবে করিতে ভকতি।
তোমার বিশ্বছবিতে  তব প্রেমরূপ লভিতে,
গ্রহ-তারা-শশী-রবিতে  হেরিতে তোমার আরতি।
বচনমনের অতীতে  ডুবিতে তোমার জ্যোতিতে,
সুখে দুখে লাভে ক্ষতিতে  শুনিতে তোমার ভারতী।

১১১

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে—
নির্মল করো, উজ্জ্বল করে, সুন্দর করো হে।
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে।
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে।
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।

১১২

আমার বিচার তুমি করো তব  আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার  বিচারঘরে।
যদি পূজা করি মিছা দেবতার,  শিরে ধরি যদি মিথ্যা আচার,