পাতা:গীতবিতান.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৫৫

১২০

তুমি  এবার আমায় লহো হে নাথ, লহো।
এবার তুমি ফিরো না হে—
হৃদয়  কেড়ে নিয়ে রহো॥
যে দিন গেছে তোমা বিনা  তারে আর ফিরে চাহি না,
যাক সে ধূলাতে।
এখন  তোমার আলোয় জীবন মেলে  যেন  জাগি অহরহ॥
কী আবেশে কিসের কথায়  ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার  বুকের কাছে ও মুখ রেখে  তোমার  আপন বাণী কহো॥
কত কলুষ কত ফাঁকি  এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায়  তার লাগি আর ফিরায়ো না—
তারে  আগুন দিয়ে দহো॥

১২১

হৃদয়ে তোমার দয়া যেন পাই।
সংসারে যা দিবে মানিব তাই,
হৃদয়ে তোমায় যেন পাই॥
তব দয়া জাগিবে স্মরণে
নিশিদিন জীবনে মরণে,
দুঃখে সুখে সম্পদে বিপদে  তোমারি দয়া-পানে চাই—
তোমারি দয়া যেন পাই॥
তব দয়া শান্তির নীরে  অন্তরে নামিবে ধীরে।
তব দয়া মঙ্গল-আলো
জীবন-আঁধারে জ্বালো—
প্রেমভক্তি মম  সকল শক্তি মম  তোমারি দয়ারূপে পাই,
আমার ব’লে কিছু নাই॥