পাতা:গীতবিতান.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
২৭৭

কাঁদন-হাসির আলোছায়া সাৱা অলস বেলা—
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী—
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়।


১৭

সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে—
গান হায় ডুবে যায় কোন্ কোলাহলে।
পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে  বিপুল গরবে,
যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে।
বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি
তুমি শোন মোর গানখানি।
আঁধার মথন করি যবে লও তুলি গ্রহতারাগুলি
শোন যে নীরবে তব নীলাম্বরতলে।


১৮

এই কথাটি মনে রেখো,  তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম  জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বনে  আপন-মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম  জীর্ণ পাতা ঝরার বেলায়।
দিনের পথিক মনে রেখো,  আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমায় ওপার থেকে  গেল ডেকে  ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম  জীর্ণ পাতা ঝরার বেলায়।


১৯

আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন।