পাতা:গীতবিতান.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রেম
৩২৫

মেলি  রাগ-অলস আঁখি—
অনু  রাগ-অলস আঁখি  সখি, জাগ’ জাগ’॥
আজি  চঞ্চল এ নিশীথে
জাগ’  ফাগুনগুণগীতে
অয়ি  প্রথমপ্রণয়ভীতে,
মম  নন্দন-অটবীতে
পিক  মুহু মুহু উঠে ডাকি—  সখি, জাগ’ জাগ’॥
জাগ’  নবীন গৌরবে,
নব  বকুলসৌরভে,
মৃদু  মলয়বীজনে
কাগ  নিভৃত নির্জনে।
আজি  আকুল ফুলসানে
জাগ’  মৃদুকম্পিত লাজে,
মম  হৃদয়শয়নমাঝে,
শুন  মধুর মুরলী বাজে
মম  অন্তরে থাকি থাকি—  সখি, জাগ’ জাগ’॥

১৩৯

আহা,  জাগি পােহালাে বিভাবরী।
অতি  ক্লান্ত নয়ন তব সুন্দরী॥
ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,
মুছ আঁখিজল, চল’ সখি চল’  অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥
শরতপ্রভাত নিরাময় নির্মল,  শান্ত সমীরে কোমল পরিমল,
নির্জন বনতল শিশিরসুশীতল,  পুলকাকুল তরুবল্লরী।
বিরহশয়নে ফেলি মলিন মালিকা  এস নবভুবনে এস গাে বালিকা,
গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা  অলকে নবীন ফুলমঞ্জরী॥