পাতা:গীতবিতান.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬০
প্রেম

সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ—
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে।
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
বাঁশরি বাজাই ললিত-বসন্তে,  সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে।


২২৩

এই  উদাসী হাওয়ার পথে পথে  মুকুল গুলি ঝরে;
আমি  কুড়িয়ে নিয়েছি,  তোমার  চরণে দিয়েছি—
লহো লহো করুণ করে।
যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে,
তোমার  মালা গাঁথার আঙুলগুলি  মধুর বেদনভরে
যেন  আমায় স্মরণ করে।
বউকথাকও তন্দ্রাহারা  বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি  বিভোর রাতে।
দুজনের  কানাকানি কথা  দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায়  দোলের পূর্ণিমাতে।
এই  আভাসগুলি পড়বে মালায় গাঁথা  কালকে দিনের তরে
তোমার  অলস দ্বিপ্রহরে।


২২৪

বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে।
তুমি যাবে জানি,  সঙ্গে যাবে হাসিখানি—
অলক হতে পড়বে অশোক বিদায়-থালে