পাতা:গীতবিতান.djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩৬৭

বিষাদের অশ্রুজলে  নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে  হৃদয়ের নূতন বাণী।
যে পথে যেতে হবে  সে পথে তুমি একা—
নয়নে আঁধার রবে,  ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে  সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে  বিরহের বীণাপাণি।


২৪০

ওকে  ধরিলে তো ধরা দেবে না—
ওকে  দাও ছেড়ে দাও ছেড়ে।
মন  নাই যদি দিল নাই দিল
মন  নেয় যদি নিক্ কেড়ে।
একি খেলা মোরা খেলেছি,  শুধু নয়নের জল ফেলেছি—
ওরই জয় যদি হয় জয় হোক,  মোরা  হারি যদি যাই হেরে।
এক দিন মিছে আদরে  মনে  গরব সোহাগ না ধরে,
শেষে  দিন না ফুরাতে ফুরাতে  সব  গরব দিয়েছে সেরে।
ভেবেছিনু ওকে চিনেছি,  বুঝি  বিনা পণে ওকে কিনেছি—
ও যে আমাদেরই কিনে নিয়েছে, ও যে,  তাই আসে, তাই ফেরে।


২৪১

কেন ধরে রাখা, ও যে যাবে চলে
মিলনযামিনী গত হলে।
স্বপনশেষে নয়ন মেলো,  নিব-নিব দীপ নিয়ে ফেলো—
কী হবে শুকানো ফুলদলে।
জাগে শুকতারা, ডাকিছে পাখি,
উষা সকরুণ অরুণ-আঁখি।
এসো প্রাণপণ হাসিমুখে  বলো ‘যাও সখা! থাকো সুখে’—
ডেকো না, রেখো না আঁখিজলে।'