পাতা:গীতবিতান.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৩২
প্রকৃতি

রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
তাহারি সোনার তান  তোমাতে জাগায় গান,
এসো হে উজ্জ্বল, কলকল্ ছলছল্।
হাঁকিছে অশান্ত বায়,
‘আয়, আয়, আয়।’  সে তোমায় খুঁজে যায়।
তাহার মৃদঙ্গরবে  করতালি দিতে হবে,
এসো হে চঞ্চল, কলকল্ ছলছল্।
মরুদৈত্য কোন মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
ভেঙে ফেলে দিয়ে কারা এসো বন্ধহীন ধারা,
এসো হে প্রবল,  কলকল্ ছলছল্।

১৩

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।
তোমার  মোহন এল ভীষণ বেশে,  আকাশ ঢাকা জটিল কেশে—
বুঝি  এল তোমার সাধনধন চরম সর্বনাশে।
বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার  জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে  অবসাদের বাঁধন টুটে—
বুঝি  এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে।

১৪

এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে  মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
যাক পুরাতন স্মৃতি,  যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।