পাতা:গীতবিতান.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৫৮
প্রকৃতি

কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,  আকাশ আজি শিশির-ছাওয়া রে
আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর।

৭৮

ঝরে ঝরো ঝরো ভাদরবাদর,  বিরহকাতর শর্বরী।
ফিরিছে এ কোন্ অসীম রোদন  কানন কানন মর্মরি।
আমার প্রাণের রাগিণী আজি এ  গগনে গগনে উঠিছে বাজিয়ে।
মোর  হৃদয় একি রে ব্যাপিল তিমিরে  সমীরে সমীরে সঞ্চরি।

৭৯

এসো নীপবনে ছায়াবীথিতলে,  এসো করো স্নান নবধারাজলে।
দাও আকুলিয়া ঘন কালো কেশ,  পরো দেহ ঘেরি মেঘনীল বেশ—
কাজলনয়নে, যূথীমালা গলে,  এসো নীপবনে ছায়াবীথিতলে।
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,  অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে  দিক্ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে  এসো নীপবনে ছায়াবীথিতলে।

৮০

কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে।
ঘন ঘন গুরু গুরু গরজিছে,
ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা—
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে।

৮১

আজ শ্রাবণের পূর্ণিমাতে  কী এনেছিস বল্—
হাসির কানায় কানায় ভরা  নয়নের জল।