পাতা:গীতবিতান.djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫১৯

২৩১

আজ  খেলা ভাঙার খেলা খেলবি আয়,
সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে—
উধাও মনের পাখা মেলবি আয়।
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে যে নাচন,
সাথে নাচুক তোর মরণ বাঁচন—
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়।

২৩২

আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা  কার কথা কয় রে  বনময়।
আকাশে আকাশে দূরে দূরে  সুরে সুরে
কোন্ পথিকের গাহে জয়।
যেথা  চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো,  বাঁশি ধরো—
হোক গানে গানে বিনিময়।

২৩৩

চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।
অশোকরেণুগুলি  রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে  আজিকে লীন দেখি।