পাতা:গীতবিতান.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২৮
প্রকৃতি

আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
দুলিয়ে দিল সুখের রাশি  লুকিয়ে ছিল যতেক হাসি—
দুলিয়ে দিল  দোলে দোলে  দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা।

২৫৫

তুমি কোন পথে যে এলে পথিক,  আমি  দেখি নাই তোমারে।
হঠাৎ  স্বপন-সম দেখা দিলে  বনেরই কিনারে।
ফাগুনে যে বাণ ডেকেছে  মাটির পাথারে।
তোমার  সবুজ পালে লাগল হাওয়া,  এলে জোয়ারে।
ভেসে এলে জোয়ারে—  যৌবনের জোয়ারে।
কোন্ দেশে যে বাসা তোমার  কে জানে ঠিকানা।
কোন্  গানের সুরের পারে  তার  পথের নাই নিশানা।
তোমার  সেই দেশেরই তরে  আমার  মন যে কেমন করে—
তোমার  মালার গন্ধে তারি আভাস  আমার  প্রাণে বিহারে।

২৫৬

অনেক দিনের মনের মানুষ  যেন এলে কে
কোন্  ভুলে-যাওয়া বসন্ত থেকে।
যা-কিছু সব গেছ ফেলে  খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে।
বুঝি মনে তোমার আছে আশা—
আমার  ব্যথায় তোমার মিলবে বাসা।
দেখতে এলে সেই-যে বীণা  বাজে কিনা  হৃদয়ে,
তারগুলি তার ধুলায় ধুলায়  গেছে কি ঢেকে।

২৫৭

পুরাতনকে বিদায় দিলে না যে  ওগো নবীন রাজা।
শুধু  বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে  ওগো নবীন রাজা।