পাতা:গীতবিতান.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫৩৭

২৭৬

এই কথাটাই ছিলেম ভুলে—
মিলব আবার সবার সাথে  ফাল্গুনের এই ফুলে ফুলে।
অশোকবনে আমার হিয়া  ওগো  নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন  যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।
বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-ববির-বাণী-ভরা  আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে  ওগো  ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর  উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।

২৭৭

এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
‘জেনেছি’।
আবরণকে বরণ ক’রে  ছিলে কাহার জীর্ণ ঘরে?
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি'।
এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ-মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী  ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’।