পাতা:গীতবিতান.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আমায়  ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো,  তোমায় স্মরি, হে নিরুপম,
নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে।
আমার  সকল দেহের আকুল রবে মন্ত্রহারা তোমার স্তবে
ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।

একি  পরম ব্যথায় পরান কাঁপায়,  কাঁপন বক্ষে লাগে।
শাস্তিসাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তায় জাগে।
আমার  সব চেতনা সব বেদনা  রচিল এ যে কী আরাধনা—
তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।

কানন হতে তুলি নি ফুল, মেলে নি মোরে ফল।
কলস মম শূণ্যসম, ভরি নি তীর্থজল।
আমার  তনু তনুতে বাঁধনহারা  হৃদয় ঢালে অধরা ধারা—
তোমার চরণে হোক তা সারা পূজার পুণ্য কাজে॥
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।

নৃত্যের তালে তালে, নটরাজ,  ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে।
তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে
যুগে যুগে কালে কালে  স্বরে স্বরে তালে তালে
ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধ হে।
নমো নমো নমো—
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।

৫৪৩