পাতা:গীতবিতান.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৭১

মা গো মা, মা গো মা,  এবার তুমি জাগো মা—
তোমার  কোলে উজাড় করে দেব অপমানের ডালা।
তোমার  শ্যামল আঁচলখানি  আমার  অঙ্গে দাও, মা, আনি—
আমার  বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা।

৬৩

ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
তুমি আনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার।
তোমায় নিয়ে ক’রে খেলা  সুখে দুঃখে কাটল বেলা—
অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার।
তোমার ’পরে করি নে রোষ,  দোষ থাকে তো আমারি দোষ—
ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি  ছিলে আমার সাথের সাথি,
সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার।

৬৪

আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন,
সে কি  অমনি হবে।
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন,
সে কি  অমনি হবে।
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে,
সে কি  অমনি হবে।
তার আগে তার পাষাণ-হিয়া গলবে করুণ রসে,
সে কি  অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন,
সে কি  অমনি হবে।

৬৫

আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।