পাতা:গীতবিতান.djvu/৮৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডালিকা
৭২১

ঘুম নেই তাঁর চোখে  ও চারণের বউ।
ফিরিয়ে এনে দিতেই হবে তোকে  ও চারণের বউ।
মা।  উড়োপাখি আসবে ফিরে এমন কী গুণ জানি। 
অনুচর।  মিথ্যে ওজর শুনব না, শুনব না— 
শুনবে না তোর রানী।
জাদু ক’রে মন্ত্র পড়ে’ ফিরে আনতেই হবে,
খালাস পাবি তবে  ও চারণের বউ।

প্রস্থান


প্রকৃতি।  ওগো মা,  ওই কথাই তো ভালো। 
মন্ত্র জানিস তুই,
মন্ত্র প’ড়ে দে তাঁকে তুই এনে।
মা। ওরে সর্বনাশী, কী কথা তুই বলিস— 
আগুন নিয়ে খেলা!
শুনে বুক কেঁপে ওঠে  ভয়ে মরি।
প্রকৃতি।  আমি ভয় করি নে মা, ভয় করি নে। 
ভয় করি, মা, পাছে  সাহস যায় নেমে—
পাছে নিজের আমি মূল্য ভুলি।
এত বড়ো স্পর্ধা আমার  একি আশ্চর্য!
এই আশ্চর্য সে’ই ঘটিয়েছে।
তাবো বেশি ঘটবে না কি—
আসবে না আমার পাশে,
বসবে না আধো-আঁচলে?
মা।  তাঁকে আনতে যদি পারি 
মূল্য দিতে পারবি কি তুই তার।
জীবনে কিছুই যে তোর  থাকবে না বাকি।
প্রকৃতি।  না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, 
কিছুই না, কিছুই না।