পাতা:গীতবিতান.djvu/৮৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্যামা
৭৪৯

কোথা চ’লে যায় কে জানে।
মরণের কোন্ দূত ওরে  করে দিল বুঝি উদ্‌ভ্রান্ত  হা।

সকলের প্রস্থান


বজ্রসেনের প্রবেশ


বজ্রসেন।  এসো এসো, এসো প্রিয়ে, 
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে।
নিষ্ফল মম জীবন,  নীরস মম ভুবন,
শূন্য হৃদয় পূরণ করো  মাধুরীসুধা দিয়ে।

সহসা নুপুর দেখিয়া কুড়াইয়া লইল


হায় রে, হায় রে নূপুর,
তার  করুণ চরণ ত্যজিলি, হারালি  কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে  বেদনাবন্ধনে  রাখিলি ধরিয়া
বিরহ ভরিয়া  স্মরণ সুমধুর—
তার কোমলচরণস্মরণ সুমধুর।
তোর  ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে  প্রাণ মম নিষ্ঠুর।

প্রস্থান


নেপথ্যে।  সব-কিছু কেন নিল না, নিল না, নিল না, 
নিল না ভালোবাসা—
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটালো না  যত কিছু দ্বন্দেরে—
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা,
সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
প্রেমের আনন্দেরে—
ভালো আর মন্দেরে।