পাতা:গীতবিতান.djvu/৯২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৯৪
নাট্যগীতি

৬৮

যারে  মরণ-দশায় ধরে
সে যে  শতবার ক’রে মরে।
পোড়া  পতঙ্গ যত পোড়ে
তত  আগুনে ঝাঁপিয়ে পড়ে।

৬৯

দেখব কে তোর কাছে আসে—
তুই রবি একেশ্বরী,
একলা আমি রইব পাশে।

৭০

তুমি আমায় করবে মস্ত লোক—
দেবে লিখে রাজার টিকে
প্রসন্ন ওই চোখ।

৭১

চির-পুরানো চাঁদ,
চিরদিবস এমনি থেকো  আমার এই সাধ।
পুরানো হাসি পুরানো সুধা  মিটায় মম পুরানো ক্ষুধা—
নূতন কোনো চকোর যেন পায় না পরসাদ।

৭২

স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে—
পিছে পিছে আমি চলব খুঁড়িয়ে,
ইচ্ছা হবে টিকির ডগা ধ’রে
বিষ্ণুদূতের মাখাটা দিই গুঁড়িয়ে।