পাতা:গীতবিতান.djvu/৯২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৯৬
নাট্যগীতি

৭৮

ওগো  হৃদয়বনের শিকারী,
মিছে তারে জালে ধরা  যে তোমারি ভিখারি।
সহস্রবার পায়ের কাছে  আপনি যে জন ম’রে আছে
নয়নবাণের খোঁচা খেতে  সে যে অনধিকারী।

৭৯

ওগো দয়াময়ী চোর,  এত দয়া মনে তোর!
বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর।
বড়ো দয়া ক’রে চুরি ক’রে লও শূন্য হৃদয় মোর।

৮০

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া,  বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, পরিবারে তায়  পিছে পিছে ধায় রমণী।
বায়ুবেগভরে উড়ে অঞ্চল,  লটপট বেণী দুলে চঞ্চল—
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ  ছুটে কুরঙ্গগমনী।

৮১

আমি কেবল ফুল জোগাব
তোমার দুটি রাঙা হাতে।
বুদ্ধি আমার খেলে নাকো
পাহারা বা মন্ত্রণাতে।

৮২

মনোমন্দিরসুন্দরী!  মণিমঞ্জীর গুঞ্জরি
স্খলদঞ্চলা চলচঞ্চলা!  অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!