পাতা:গীতবিতান.djvu/৯২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৯৮
প্রায়শ্চিত্ত

৮৫

আমরা  বসব তোমার সনে—
তোমার  শরিক হব রাজার রাজা,
তোমার  আধেক সিংহাসনে।
তোমার দ্বারী মোদের করেছে শির নত—
তারা  জানে না যে মোদের গরব কত।
তাই  বাহির হতে তোমায় ডাকি,
তুমি  ডেকে লও গো আপন জনে।

৮৬

বঁধুয়া,  অসময়ে কেন হে প্রকাশ।
সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস।
তুমি গগনেরই তারা  মর্তে এলে পথহারা—
এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস।

৮৭

কবরীতে ফুল শুকালো
কাননের ফুল ফুটল বনে।
দিনের আলো প্রকাশিল,
মনের সাধ রহিল মনে।

৮৮

মলিন মুখে ফুটুক হাসি,  জুড়াক দু নয়ন।
মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ।
অশ্রু-ধোওয়া কাজল-রেখা  আবার চোখে দিক-না দেখা,
শিথিল বেণী তুলুক বেঁধে  কুসুমবন্ধন।

৮৯

ওর  মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
ওর  মনের বেদন থাকবে মনে,  প্রাণের কথা ফুটবে না?