পাতা:গীতবিতান.djvu/৯৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,
তারকামণ্ডল চমকে মোতি রে।
ধূপ মলয়ানিল, পবন চামর করে,
সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।
কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি—
অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।

এ হরিসুন্দর, এ হরিসুন্দর, মস্তক নমি তব চরণ-’পরে।
সেবকজনের সেবায় সেবায়,  প্রেমিকজনের প্রেমমহিমায়,
দুঃখীজনের বেদনে বেদনে,  সুখীর আনন্দে সুন্দর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।
কাননে কাননে শ্যামল শ্যামল  পর্বতে পর্বতে উন্নত উন্নত,
নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,  সাগরে সাগরে গম্ভীর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।
চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ—  তব জগমন্দির উজল করে,
মন্তক নমি তব চরণ-’পরে।

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন—
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।
রুদ্রমুখ কেন তবে   দেখাও মোদের সবে।
কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।

ক্ষুদ্র আমাদের ’পরে করিয়ো না রোষ—
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!

৮২৭