পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৷৵৹ ]

পরপোকারে ত্রুটি করিতেন না, দায়গ্রস্ত ব্যক্তি নিকটস্থ হইলেই যথা সম্ভব দান দ্বারা তাহাকে তুষ্ট করিতেন, আপনি সম্পূর্ণ রূপ সাহায্য করণে অক্ষম হইলে অন্যকে অনুরোধ করিতেন, এই রূপে স্বতঃ পরতঃ যে প্রকারে হউক লোকের উপকার করিতে পারিলেই সুখী হইতেন এ কারণ তাঁহার প্রশংসাপুষ্পের সুবাস সর্ব্বত্রই বিস্তৃত হইয়াছিল।

 শোভাবাজারস্থ বটতলার পশ্চিমাংশে বড় এক খানা প্রসিদ্ধ আটচালা ছিল নিধুবাবু প্রতি দিবস রজনীতে তথায় গিয়া সংগীত বিষয়ের আমোদ করিতেন, ঐ স্থানে এই নগরস্থ প্রায় সমস্ত সৌখিন, ধনী ও গুণী লোকেরা উপস্থিত হইয়া বাবুর সুধাময় কণ্ঠ বিনির্গত সুমধুর সঙ্গীত স্বরে মুগ্ধ হইতেন।

 নিমতলা নিবাসী সুবিখ্যাত বাবু শ্রীনারায়ণ চন্দ্র মিত্র মহাশয় পক্ষির দল করিয়া উক্ত প্রসিদ্ধ আটচালায় সর্ব্বদা উল্লাসকরিতেন পক্ষির দলের পক্ষী সকল ভদ্রসন্তান উপস্থিত বক্তা এবং উপস্থিতকবি ও বাবু এবং সৌখিন নামধারী সুখী ছিলেন, পক্ষিরদলেরা নিধুবাবুকে অভ্যন্ত মান্য করিতেন। পক্ষিগণ আপন২ গুণানুসারে নাম পাইতেন এবং সেই নাম প্রায় নিধুবাবুর দ্বার প্রাপ্ত হইয়া সুখী জ্ঞান করিতেন পক্ষির দলের বিস্তর রহস্যজনক গীত এবং ইতিহাস আছে তাই এস্থলে উল্লেখ করিবার প্রয়োজন করে না।

 পরন্তু নিধুবাবুর সংগীত বিদ্যার অনুরাগ নাম সম্ভ্রম সুন্দর রূপে প্রকাশ হইলে বঙ্গ দেশের নানা স্থান হইতে প্রধান প্রধান লোকের কলিকাতায় আগমন করত তাঁহার গান শুনিয়া সমূহ সন্তোষ লাভ করিতেন। ইহাঁরা তারতেই বাবুর নিকট আসিতেন কিন্তু বাবু প্রায় কখনই কাহার নিকটে গমন করিতেন না, কারণ তিনি স্বাধীনতা সম্মানের উপর নিয়তই দৃষ্টি রাখিতেন তোষামোদাদি উপাসনাকে অত্যন্ত হেয়জ্ঞান করিতেন। কোন কোন