পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ৯৪ ]

দরবারি কানড় । তাল জলদ তেতাল । মন হরণ মন করাহ যতন বলি হে তোমায় { নিলে এক গুণ, হুইবেত জান, দিতে দুই গুণ, না রবে কথায় সকল ধন অধিক, মন ধন প্রিয় দেখ, হরিলে সে ধন, এই সে কারণ, তোমারে নয়ন, ছাড়িতে না চায় | ১ । কেন এমন মান করে তীরে মন না করি বিচার । যাহার বদন,বিরস কখন,দেখি যদি প্রাণ, হয় লে। বিদার প্রাণেরোধিক যfরে, সতত যতন করে, তারে করি মান, যত দুঃখ প্রাণ, তুমিওতে জান, বুঝাব কি আর । ১ । বারোয় । তাল ঠুংরি । পিরীতের ছুঃখ ভ্ৰম জ্ঞান সুখময় । যাহার যেমন মন, তাহীর ফল তেমন, হয় হে উদয় । প্রেম করি দুই জ্ঞান থাকে যত দিন, কখন সমূহ সুখী কখন মুদিন, এক জ্ঞান হলে চিত, দুখ হয় কদাচিত, সুখ অতিশয় | ১ আপনার মত বিনে সুখী কে কোথায় । মত মত হলে চিত্ন, সুখ হর কত মত, বলা নাহি যায় ।