পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১০১ ]

কেদার । তাল টিমে তেতাল । দিয়েছি ধারে তারে কি প্রকারে কহিব দেহ । (প্রাণ) করে সে যতন, তাহার রতন,কি কহিবে এখন,বিনে সেহ । মিছে অনুযোগ কর, উপায় কি আছে অtর, দেখ মত্ত মন, স্বভাব বারণ, ন শুমে বারণ, বলিলহ ।। ১ তাল হরি । শরদ নীরদ রবে প্রাণ কি রবে প্রাণকান্ত বিদেশে । এমন মধুর স্বর, বোধ হয় বিষম্বব, আমার পরশে । এমন সুখ সময়, এক বিনে দুঃখময়, বিষাদ হরিষে । দামিনী কিবণ দেখি, সিহরে শরীর জাগি, দুঃখেতে বরিবে । ১ । কেদারা কামদ । তাল জলঙ্গ তেঁতাল । অনিমিখে যারে নিরখে মৃগনয়নী । নিশ্চিত এ জান, তাহার পরাণ, হরফে তথfন । নীরদ নিন্দিত কেশী, নির্মল মুখশশী, সুধী সম ভাষি, মুছুই হাসি, মদন মোহিনী | ১ { কেদার খাম্বাজ । তাল টিমে তেতালা । মন তোরে মনে করে কি মনে করে । রতন অধিক নিধি হলো কি বোধেয়ে,