পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১১৪ ]

খাম্বাজ । তাল জলদ তেতাল । এই অসে অাসে বলে ষামিনী গেল । দেখ নলিনীর সর্থ উদয় হইল । মনের বাসন এক, হলো অার বুঝে দেখ, প্রভাতে চকোরী সুধা পাবে কেন বল | ১ { যেন ঘন হতে বাহিব হতেছে শশী । নিরস্তব ওই রূপ দেখ দিলে নিশি { অর্মীয় সমান স্বর, ইথে বুঝি শশধর, যুগ জাখি শোভা ভtয় সৌদামিনী হাসি ।। ১ । কেশ ফাসি গলে দিলে প্রাণ হাসিতে ল । তোমাব বদন শশী হেরিতে ২ { ভুরু শক্র শরীসন, অনঙ্গ হয়েছে গুণ, অস্থির তব নয়ন বাণেতে লাণে তে 1 ১ । ভূমি ঘারে জানলে আপন সে জেনে নিতান্ত তৰ কছু নহে জাল । ইহাতে সন্দেহ তুমি করে নোহে প্ৰাণ, যে যারে যেমন জ্ঞালে সে ভাবে তেমন {{ ১ । সুজনেই সুখ হয়ত বিধান । স্থজনে কুজনে সুখ না হয় কখন ৷ ২ ৷৷ প্রাণ তোমার বিনয়ে কে অ1র ভুলিবে । তোমার পিরীকে সদা জ্বলিতে হইবে ।