পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১৩৯ ]
আড়ানা ! তাল হরি ।

আগে কি জানি প্রাণ বিরহে যাবে । ( হে ) জানিলে এমন প্রীত করি কি তবে । সুখের লাগিয়ে কুল, মজিল কলঙ্ক হল, সে সব দুরেতে গেল, এ দুঃখে ডুবে । ১ । তাহার লাগিয়ে মরি, মিছে অfপনার করি, না কেরে নয়নে হেরি, দেখিলে এবে । ২ { পিরীতি স্কুথের নিধি করিয়ে এখন কাদি । অবলা করেছে বিধি, সহিতে হবে ।। ৩ { অামি কি তারে ত্যজিতে পারি । দিবে নিশি সেই ধ্যান, সেই জ্ঞান সেই ধন, মন প্রাণ প্রাণ প্রাণ২ করি (, রোষাম্বিত কদাচিত যদি তারে হেরি । লোকের গঞ্চন ভয়, সেকি ভয় অতিশয়, তারে ভয়ে ২ ভয়ে ২ মরি । ১ । তোম। বিনে কারে জার কহিল অtপন দুঃখ । ( হে ) শুন ২ শুন প্রাণ, হেরিলে তব বদন, প্রফুল্ল হয় তখন, মোর মুখ । , তুমি হে যেমন ভাব, অ’মি হে নিতান্ত তব, কি কব মনে বুঝে দেখ । মেরি চিত কদাচিও, কোথায় কি হুষ রত, তোমারে পাইলে যত হয় সুখ । ১ ।