পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৲ ]

লেন তাহার যে বাদ্য আ়ডা, তেওট, এবং খেম্টা এ সকল বাদ্য আখড়াইয়েতে খাটে না, ইহা এক রকম হইয়াছিল তাহা নয কবি না আখড়াই তাহাও এইক্ষণে ৺বামচাদ মুখো কিশোরীমোহন বশাখ এবং মোহনচাঁদ বসু মরা অবধি লোপ হইয়াছে।

আখড়াই গীত শিক্ষা করিতে হইলে ৬ মাস লাগে এবং ২২ খানা যন্ত্র মিলাইয়া গাইতে হয় এক রাত্রি গাহনা হয়। অনন্তর আখড়ায়ের খেঁউড ও প্রভাতি প্রভৃতির প্রথমাবধি চারি পংক্তির শেষে পেরেনথিসিস নামক যে এই (———) চিহ্ল রহিল ইহার ভিতব “দেওবা ওরে এই কটি কথা বসাইয়া গাইতে হুইবে একটি কথা ফাঁস কথা একারণ উহাব় ভিতর লিখিলাম না।

৺রামনিধি গুপ্তানুজ শ্রীজয়গোপাল গুপ্ত।


বিজ্ঞাপন।

এই গ্রন্থ এবাব়ে রিতিমত রেজেস্টৰী করাইয়াছি অতএব সতর্ক হও এ পুস্তক ভবিষ্যতে কেহ গোপনে২ না ছাপাইলে দণ্ডিত হইবে।

ঐীজয়গোপাল গুপ্ত।