পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শ্রীশ্রীঈশ্বর।

শরণং।

গীতরত্ন।

ভৈরব রাগ।

তাল টিমে তেতালা।

 অরুণ সহিতে করিয়া, অরুণ আঁকি উদয় প্রভাতে।
কমল বদন, মলিন এখন, না পারি দেখিতে॥
উচিত না ছিল তব প্রভাতে আসিতে।
দুঃখের উপর, দুঃখ হে অপার, তোমারে হেরিতে॥ ১॥


তাল জলদ্‌ তেতালা।

 দেখনা সই প্রভাতে অরুণ সহ উদয় শশী।
গেল বিভাবরী, কাতর চকোরী, এখন শশিরে পেয়ে,
রহিল উপোসী॥

 প্রফুল্ল নীরে কমল মলিন হৃদি কমল।
সময়ের গুণ, কি কব এখন, মিলনে অধিক দুঃখ
হইল প্রিয়সী॥ ১॥

 উদয় অরুণ মলিন হৃদয় কমল।
ভাবিতে শশিরে নিশি শশি সনে গেল॥