পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 ভয় রবে রাগ নিদয় করেনা।
তোমাতে থাকিলে ভয়, আর কি ভাবনা॥
অবলার কিবা বোধ, তাহাতে করেছ ক্রোধ।
বুঝালে হে আর মত, কখন হবেনা॥ ১ ॥

 বিলাসে অলস রস কি হবে।
যামিনী কাহার বশ, বিনয়ে কি রবে।
নিদ্রাবশে গেল কালো, সুখতো করিলে ভালো।
এখন চেতন হও, আর কে কহিবে॥ ১ ॥

 আর কি সহে প্রাণ বিচ্ছেদ অনল।
অনেক দিবসান্তে পাইয়া হয়েছি শীতল।
নয়ন নিকটে থাক, কার নাহি দেখি দেখ।
তিল অদর্শন হলে, হয় নয়ন সজল॥ ১ ॥

 সুজন সহিত প্রেম কি পরমাধিক সুখ করেছে সে জানে।
চকোরের প্রীত, চাঁদের সহিত, শশিও তেমতি
তারে তোষে সুধা দানে॥
শীতল হইবে বল্যা, পতঙ্গ অনলে জ্বল্যা, ত্যজয়ে জীবন৷
যার যেবা ভাব, সেই ৰূপ লাভ, শঠের স্বভাব,
ভাল না হয় কখন॥ ১ ॥