পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 এত কিবে জানি হরিয়ে লইবে মন হাসিতে২ । প্রাণ ।
কিছুই নাহিক দোষ, কেবল সে বিধুমুখ, দেখ দেখিতে২।
কিবা দিবা বিভাবরী, পাসরিতে নাহি পারি,
আঁখি অনিমিষ পথ, হেরিতে হেরিতে৷৷ ১ ৷৷

আশা ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 যতনে রতন লাভ শুন মনোমোহিনি৷
অযতনে প্রেমধন কোথা হয় ধনি৷৷
যে ভাবে ভুলায়ে মন, হরিয়ে লইলে প্রাণ,
সে ভাবে অভাব লাভ ভাব বিনোদিনী৷৷ ১ ৷৷

 উভয় মিলনে সুখ পিরীতি রতন।
একের যতনে দুঃখ না যায় কখন৷৷
মনো মনেতে মিলন, হলে সুখী হয় প্রাণ,
ইহাতে অন্যথা হলে ভাবহ কেমন৷৷ ১ ৷৷

খট। তাল জলদ্‌ তেতালা।

 বিষম হইল সখি কি করি ইহাতে।
না দেখিলে ঝুরে আঁখি, না হেরে মানেতে৷৷
প্রবল মন অনল নয়ন সদা সজল।
দ্বিগুণ দহিছে প্রাণ, দোঁহার রীতেতে৷৷ ১ ৷৷