পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৪ ]
কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 অনিবার দহে মন না হেরে তব ও বিধুবদন।
হেরিলে কি সুখী হই না যায় কথন,
আপনারে ভুলে আমি থাকি হে তখন॥ ১ ॥

 যার এত গুণ সই সে কেন এমন।
কথন কখন ইথে খেদান্বিত মনঃ॥
বুঝি এই ৰূপ হবে করি অনুমান।
কমলে কণ্টক আছে বিধির ঘটন॥ ১ ॥

 সরস বদন তব কমল নয়ন।
মন ষট্পদ মম অচল চরণ॥
রতন যতন কর, মম ধন ততঃপর,
অপদ অবল বল হয় অযতন॥ ১ ॥

 শশধর ধরে আপন উপরে রবি সখী কমলিনী।
ভুরু ভূঙ্গ মধুপান, করে কর দরশন, মোহিত
দিবী রজনী॥ ১ ॥
কেশ ঘন ঘন ৰূপ, কিবা শোভা অপৰূপ,
শিখি সখা অনুমানি॥ ২ ॥

 নিবিড় নীরদ সহ উদয় শরদ শশী৷
দেখ সৌদামিনী, তাহাতে বাখানি, তার মৃদু২ হাসি॥
যুগল খঞ্জন তায়, বোধ হয় অভিপ্রায়,
কি কমলদল, শোভিয়াছে ভাল, মৃগআঁখি ভালবাসি॥ ১ ॥