পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৬ ]
কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 কত জন গঞ্জন করে দেখ রাত্রদিন।
সে কথা শ্রবণে, না শুনে কখন৷৷ ১ ৷৷
সুজনে সুজনে সুখ, কুজনে সুজনে দুঃখ,
মত মত বিনা চিত সদা জ্বালাতন৷৷ ২ ৷৷

তাল হরি৷


 লোকলাজ কুল ভয় কি কবে মনো মজিলে।
যারে সদাক্ষণ প্রাণ প্রাণ প্রাণ কবে বাঁচে
কি তারে ত্যজিলে৷৷
দেখিবারে যার মুখ,নয়ন পাগল দেখ,বচন শ্রবণে ভুলালে।
পরশ পরশে, নাসিক সুবাসে,রসে রসনা শেষ শুনিলে॥১

 রতিপতি অতি দুঃখী হে সখি মম দুঃখেতে।
জানি মনোমত, তথাপিহ নাথ,এত চাতুরী করে কেমতে৷৷
কি কহিব মনোজেরে, দুঃখ দেয় অবলারে,
কি সুখ তাহার ইহাতে৷৷
পুরুষের ভয়, তার অভিশয়, হয় এই মোর মনেতে॥ ১ ৷৷

 অনেক যতনে তোমারে পেয়েছি।
বিরহ অনলে আমি সদা জ্বলেছি৷৷
জনরব বিষধর, খাইয়াছি নিরন্তর,
মিলন অমিয় পীনে এবে বেঁচে আছি৷৷ ১ ৷৷

 আমি যে তোমার তুমিতো বুঝিয়াছ।
ভাবনা ইহাতে মোর দূরে রেখেছ৷৷