পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিবর।

৺রামনিধি গুপ্তের সংঙ্ক্ষেপ

জীবন বৃত্তান্ত।

 কবিবর ৺ রামনিধি গুপ্ত যিনি নিধুবাবু নামে বিখ্যাত ছিলেন তিনি বাঙ্গালা ১১৪৮ অব্দে ত্রিবেণীর নিকটস্থ চাঁপ্‌তা নামক গ্রামে স্বীয় জনকের মাতুল ৺ রামজয় কবিরাজের গৃহে জন্ম গ্রহণ করেন। ইতিপূর্ব্বে বর্গির হেঙ্গামা ও নবাবী দৌরাত্ম্য প্রযুক্ত রামনিধি বাবুর পিতা ৺ হরিনারায়ণ কবিরাজ এবং পিতৃব্য ৺ লক্ষীনারায়ণ কবিরাজ এই দুই সহোদর কলিকাতার কুমারটুলির বাটী পরিত্যাগ পূর্ব্বক উক্ত চাঁপ্তা গ্রামে পলায়ন করেন, তাহারা কিছুকাল তথtয় অবস্থান করত বাঙ্গালা ১১৫৪ সালে কলিকাতায় পুনরাগমন পূর্ব্বক কুমারটুলির ভবনে পুনরায় অবস্থিতি করিলেন। এই স্থানেই রামনিধি বাবু বিদ্যাভ্যাসে নিযুক্ত হইয়া কৃতবিদ্য হইলেন এবং তাঁহার দৈবশক্তির বিলক্ষণ সুলক্ষণ সাধারণ সমাজে দৃষ্টি হইতে লাগিল। অনেকের নিকটেই তিনি সমাদৃত ও প্রেমাম্পদ হইলেন। নিধুবাবুর দুই কনিষ্ঠ সহোদুরা ছিলেন। তাঁহার পিতা প্রথম কন্যাকে পাতুরিয়াঘাঁটা নিবাসি ৺ শিবচন্দ্র কবিরাজ এবং দ্বিতীয়াকে কাঁচড়াপাড়া নিবাসি ৺ দাতারাম কবিরাজকে সম্প্রদান করত লোকান্তর গমন করেন। রাম-