পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७२ ] মালকোষ বাহার । তাল হরি । অতি সুখ সময় দেখ উপনীত ঋতুরাজন। কুসুম কানন আর, বন উপবন, সকলের হলে মুদিন । ভ্রমর গুঞ্জর করে কোকিল মধুব গান । রতিপতি উনমত্ত, মত্ত করে মনঃ, বহিছে মলয় পবন । সোহিনী মালকোষ । তাল জলদ তেতালা । কমলিনীর প্রাণ তুমি বুঝি মধুকর । নহিলে হে কেনে, বিনে দরশনে, জ্বলয় অন্তর । মানেতে মনেতে করি, তব মুথ নাহি হেরি, হেরিলে হে পুনঃ, উপজে তখন অtনন্দ অপার । ১ । ভ্রমরার প্রাণ তুমি শুন কমলিনী । যথ তথা ফিরি, তব ধ্যান করি, অস্ত নাহি জানি । পিরীতে আমি যেমন, তোমারে ভাবিলে প্রাণ, তার নিদর্শন, কর দরশন, ভুজঙ্গের মণি: ১ । টোড়ী । তাল জলদ তেতাল । f ধীরে ধীরে যায় দেখ চায় ফিরে ফিরে । কেমলে কামারে বল যাইতে ঘরে । যে ছিল অন্তরে মোর বাহে দেখি তারে । নয়ন অন্তর হলে পুনঃ লে জস্তরে II ১ ।