পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8२ ] বাগেশ্বরী কানাড়া । তাল হরি । যখন দেখে আমারে, নিধি পাই মনে করে, ভাসে অানন্দেতে । রাখিয়ে কমল কর, কমল উপর, মুখে সুধ দান করে সুখেতে || ১ । এই মনেভে ছিল হে প্রাণ আমার হবে । জানিলে কখন নয়ন নীরে মোরে ভালtবে }্য ১ । তাল জলদ তেতাল।। রতন পাইয়ে কেবা যতন না করে । হেরিতে যাহাবে, হরিষ অন্তরে, মনের তিমির হবে । তিলেক আদর্শন, হলে কাতর প্রাণ, ভুজঙ্গ যেমন, মণির কারণ, আমিও তাহারি তরে । ১ । বাগেশ্বরী মুলতানী । তাল হরি । আইল বসন্ত হে নাথ কি সুখ দেখ না । পুরাইতে মনজের, মনের বাসন । বিকস কুসুম বন, মধুকর মধু পান, ভ্রমরি সহিতে সুখে, করিছে যাপনা II ১ । কোকিলের কুহুর্ধ্বনি, হৃদয় পুলক শুনি । বিরহী এ রবে বস্তু, পেতেছে যাজনা H ২ If