পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরবী । তাল জলদ তেতালt { যতনে যে ধন সদা করে উপাঞ্জন । কে কোথা ছুখেতে ত্যজে, না দেথি কখন li অনেক যতনে ফণি মণিরে পাইয়ে, শিরেক্তে ধারণ করি মনে নিরখিয়ে । বিহনে এমন ধন, বঁচে কি জীবন | ১ { অলিবে রবে এ রবে প্রাণ কি রবে ; সই { বাসনা অামার, নিকটে তাহার, প্রাণ যায় এবে । প্রাণ যায় নাহি রয়, প্রাণাধিক করে তায়, এমন হইবে, সে জন অলিবে, দেখা কি হবে । ১ I} দেওগিরি } তাল জলদু তেতাল । অনেকের প্রাণ তুমি রে এখন আমারে মনে কেন করিবে । হে । প্রথমে না জানি অনেকের প্রাণ, অামার প্রাণ মরি হে দেখনা এবে । তোমার আছে অনেক, আমার তুমি হে এক, ইহাতে উচিত যে হয় করিবে, কি কব আর বাসনা সদয় রবে । ১ । অtfম কি করিব শুন সই অামার মনবারণ মা শুনে ধারণ |