পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেহাগ । তাল হরি । জানি তোরে যা যারে যাহারে প্রাণ সঁপিলে । সকল রজনী কামিনী বাসে রক্ষরসে ভোর করিলে | ১ { একবার দেখিবার সাধ কি অীর নাহি রে । বিরহে সঁপিয়ে গেলে, পুনঃ না আইলে, বিরহে কি ৰাচে কি মরে। ১ । তাল কাওয়ালি ; কেমন করি মোরে ভুলি রহিলে একেবারে । তুমি কি তা নাহি জান,যেমন আমার মনঃ,তোমার তরে । দিবে নিশি ভাসি অামি নয়ন নীরে । তুমি নাহি মনে কর,আমি হে অতি কাতর,বিরহু শরে ।১।। বিহঙ্গ বেহাগ । তাল জলদ তেতালা । আর কি প্রাণনাথ মাইক্তে পারে লো সখি । বান্ধিয়াছি প্রেমডোরে, রক্ষক তায় আখি । হৃদিসরোজ ভিতরে, লুকায়ে রেখেছি তারে, বাহির কি করি আর, বুঝে দেখ দেখি ৷৷ ১ ৷৷ তুমি মোরে ভুলিলে ভ্রমরারে কি রসে মজিয়ে । বিরহ আগুন, দিয়ে এই ধন, রয়েছ প্রাণ প্রবোধিয়ে }} নানা ফুলবনে জম, সকলের সনে প্রেম,