পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৬
গীতাঞ্জলি



১০৪


একলা আমি বাহির হলেম
 তােমার অভিসারে,
সাথে সাথে কে চলে মাের
 নীরব অন্ধকারে;
ছাড়াতে চাই অনেক করে
ঘুরে চলি, যাই যে সরে,
মনে করি আপদ গেছে,-
 আবার দেখি তারে।

 ধরণী সে কাঁপিয়ে চলে,
 বিষম চঞ্চলতা!
 সকল কথার মধ্যে সে চায়
 কইতে আপন কথা।
 সে যে আমার আমি প্রত,
 লজ্জা তাহার নাই যে কভু,
 তারে নিয়ে কোন্ লাজে বা
 যাব তােমার দ্বারে!

১৪ আষাঢ় ১৩১৭