বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১২৫

ঘারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে।
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে!
অজ্ঞানের অন্ধকারে
আড়ালে ঢাকিছ যারে
তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান।
অপমানে হতে হবে তাহাদের সবার সমান


শতেক শতাব্দী ধরে’ নামে শিরে অসম্মানভার,
মানুষের নারায়ণে তবুও করনা নমস্কার!
তবু নত করি আঁখি
দেখিবারে পাও না কি
নেমেছে ধূলার তলে হীন পতিতের ভগবান,
অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান।


দেখিতে পাওনা তুমি মৃত্যুদূত দাড়ায়েছে দ্বারে
অভিশাপ আকি দিল তোমার জাতির অহঙ্কারে!
সবারে না যদি ডাক
এখনো সরিয়া থাক,
আপনারে বেধে রাথ চৌদিকে জড়ায়ে অভিমান -
মৃত্যুমাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান।

২০ আষাঢ় ১৩১৭