পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১৩০

গীতাঞ্জলি

১১৪

নদীপারের এই আষাঢ়ের
প্রভাত খানি
নেরে, ও মন, নেরে আপন
প্রাণে টানি।
সবুজ নীলে সােনায় মিলে
যে সুধা এই ছড়িয়ে দিলে,
জাগিয়ে দিলে আকাশ তলে
গভীর বাণী-
নেরে, ও মন, নেরে আপন
প্রাণে টাণি।

এমনি করে চলতে পথে
ভবের কূলে
দুই ধারে যা ফুল ফুটে সব
নিস্‌রে তুলে।
সে গুলি তাের চেতনাতে,
গেথে তুলিস্‌ দিবস রাতে,
প্রতিদিনটি যতন করে
ভাগ্য মানি,
নেরে, ও মন, নেরে আপন
প্রাণে টানি।

২৫ আষাঢ় ১৩১৭