পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১৩৯

তিনি গেছেন যেথায় মাটি ভেঙে
করচে চাষা চাষ,-
পাথর ভেঙে কাট্চে‌ যেথায় পথ
খাট্ চে‌ বারাে মাস।
রৌদ্রে জলে আছেন সবার সাথে,
ধূলা তাঁহার লেগেছে দুই হাতে;
তাঁরি মতন শুচি বসন ছাড়ি
আয়রে ধূলার পরে।

মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি,
মুক্তি কোথায় আছে?
আপ্‌নি প্রভু সৃষ্টিবাঁধন পরে’
বাঁধা সবার কাছে।
রাখােরে ধ্যান, থাকরে ফুলের ডালি,
ছিঁড়ুক বস্ত্র, লাগুক্‌ ধূলাবালি,
কর্ম্মযােগে তাঁর সাথে এক হয়ে
ঘর্ম্ম পড়ুক্‌ ঝরে॥

২৭ আষাঢ় ১৩১৭