এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬৬
গীতাঞ্জলি
আমি যা গড়ে তুলে
আরামে থাকি ভুলে
সুখের উপাসনা
করিগো ফলে ফুলে-
সে ধূলা-খেলাঘরে
রেখোনা ঘৃণা ভরে,
জাগায়ো দয়া করে
বহ্নি-শেল হানি।
সত্য মুদে আছে
দ্বিধার মাঝখানে;
তাহারে তুমি ছাড়া
ফুটাতে কেবা জানে।
মৃত্যু ভেদ করি
অমৃত পড়ে ঝরি,
অতল দীনতার
শূন্য উঠে ভরি
পতন ব্যথা মাঝে
চেতনা আসি বাজে,
বিরোধ কোলাহলে
গভীর তব বাণী।
২২ শ্রাবণ ১৩ ১৭