বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



১৬৮
গীতাঞ্জলি
১৪৮

একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক
তোমার এ সংসারে।
ঘন শ্রাবণ মেঘের মত
রসের ভারে নম নত
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত মন পড়িয় থাক
তব ভবনদ্বারে।

নানা সুরের আকুল ধারা
মিলিয়ে দিয়ে, আত্মহাবা
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক্‌
নাবব পারাবারে।
হংস যেমন মানসযাত্রা,
তেম্‌নি সারা দিবস রাত্রি
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক
মহামরণ পারে।

২৩ শ্রাবণ ১৩১৭