পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৭৭


সন্ধ্যা হল, একলা আছি ব’লে
এই যে চোখে অশ্রু পড়ে গলে
ওগো বন্ধু, বলল দেখি,
শুধু কেবল আমার এ কি।
এর সাথে যে তোমার অশ্রু দোলে॥


থাক্‌-না তোমার লক্ষ গ্রহতারা,
তাদের মাঝে আছ আমায়-হারা।
সইবে না সে, সইবে না সে,
টানতে আমায় হবে পাশে;
একলা তুমি, আমি একলা হলে॥

১৯ আশ্বিন [১৩২১]

সন্ধ্যা

শান্তিনিকেতন

৯৩