পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১০০

গতি আমার এসে
ঠেকে যেথায় শেষে
অশেষ সেথা খােলে আপন দ্বার।
যেথা আমার গান
হয় গাে অবসান
সেথা গানের নীরব পারাবার।
যেথা আমার আঁখি
আঁধারে যায় ঢাকি
অলখ-লােকের আলােক সেথা জ্বলে।
বাইরে কুসুম ফুটে
ধুলায় পড়ে টুটে,
অন্তরে তাে অমৃত-ফল ফলে।
কর্ম বৃহৎ হয়ে
চলে যখন বয়ে
তখন সে পায় বৃহৎ অবকাশ।
যখন আমার আমি
ফুরায়ে যায় থামি
তখন আমার তােমাতে প্রকাশ॥

২৯ আশ্বিন [১৩২১]

এলাহাবাদ

১১৯