পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১০৩

যখন তােমায় আঘাত করি
তখন চিনি,
শত্রু হয়ে দাঁড়াই যখন
লও যে জিনি।
এ প্রাণ যত নিজের তরে
তােমারি ধন হরণ করে
ততই শুধু তােমার কাছে
হয় সে ঋণী॥


উজিয়ে যেতে চাই যতবার
গর্বসুখে,
তােমার স্রোতের প্রবল পরশ
পাই যে বুকে।
আলাে যখন আলস-ভরে
নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তােমার
নিশীথিনী॥

১ কার্তিক [১৩২১]

সন্ধ্যা

এলাহাবাদ

১২২