পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২২

এই যে কালো মাটির বাসা
শ্যামল সুখের ধরা-
এইখানেতে আঁধার আলোয়
স্বপন-মাঝে চরা।
এরি গোপন হৃদয়-’পরে
ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা॥


বিরহী তোর সেইখানে যে
একলা বসে থাকে—
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে।
নামটি তোমায় ডাকে।
দুঃখে যখন মিলন হবে
আনন্দলোক মিলবে তবে
সুধায় সুধায় ভরা॥

১৬ ভাদ্র [১৩২১]

সন্ধ্যা

সুরুল

২৯