পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩২

না বাঁচাবে আমায় যদি
মারবে কেন তবে।
কিসের তরে এই আয়োজন।
এমন কলরবে।
অগ্নিবাণে তূণ যে ভরা,
চরণ-ভরে কাঁপে ধরা,
জীবন-দাতা মেতেছ যে
মরণ-মহোৎসবে॥


বক্ষ আমার এমন ক’রে
বিদীর্ণ যে কর
উৎস যদি না বাহিরায়
হবে কেমনতরো।
এই যে আমার ব্যথার খনি
জোগাবে ঐ মুকুটমণি—
মরণ-দুখে জাগাব মোর
জীবনবল্লভে॥

২৬ ভাদ্র [১৩২১]

সুরুল হইতে

শান্তিনিকেতনের পথে

৪০