পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 উত্তর গীতা । ব্ৰহ্মাগুরূপিণী পৃথ্বী তোয়মধ্যে ৰিলীয়তে। অগ্নিনা পচ্যতে তত্ত্বং বায়ুনা গ্রস্ততেইনল ॥৩২ ॥ আকাশন্তু পিৰেং বায়ুং মন আকাশমেব চ। বুদ্ধাহস্কারচিত্তঞ্চ ক্ষেত্ৰজ্ঞং পরমাত্মনি ॥৩৩। অহং ব্রহ্মেতি মাং ধ্যায়েদেকাগ্রমনসা কৃতমূঃ। সৰ্ব্বং তরতি পাপানং কল্পকোটিশতৈ: কৃতম্ ॥৩৪ . ঘটসংস্কৃতমাকাশং লীয়মানং যথা ঘটে। ঘটে নষ্টে মহাকাশং তদ্বজ্জীব; পরাত্মনি ॥ ৩৫ ॥ ঘটাকাশমিবাত্মানং বিলয়ং বেত্তি তত্ত্বত: । স গচ্ছতি নিরালম্বং জ্ঞানলোকং ন সংশয়ঃ ॥ ৩৬ ৷ তপেদ্ধর্ষসহস্রাণি একপাদস্থিতো নয়: । একস্ত ধ্যানযোগস্ত কলাং নাহস্তি ষোড়শীম্‌ ॥ ৩৭ ॥ হে ধনঞ্জয় ব্ৰহ্মাগুরূপিণী পৃথিবী জলে, জল বহ্নিতে এবং বহ্নি বায়ুতে বিলীন হইয়া থাকে। এই প্রকার বায়ু আকাশে, আকাশ মনে এবং মন বুদ্ধিতে লয় পাইয়া থাকে। পরে সেই বুদ্ধি অহঙ্কারে, অহঙ্কার চিত্তে এবং চিত্ত ক্ষেত্রজ্ঞে বিলীন হইয়া থাকে । অবশেষে ক্ষেত্ৰজ্ঞ পরমাত্মাতে বিলীন হয় ॥ ৩২—৩৩ ॥ ঐরূপ তত্ত্ব পরিজ্ঞাত হইয়া যে ব্যক্তি “আমিই ব্রহ্ম" এইরূপ জ্ঞান করত একান্তমনে ধ্যান করেন, তিনি শতকৌটিকল্পকৃত পাপ হইতে পরিত্রাণ পান সন্দেহ নাই ॥ ৩৪ ৷ হে অৰ্জুন · ঘট ভগ্ন হইয়া গেলে তন্মধ্যগত আকাশ যেরূপ মহাকাশে লর পায়, সেইকপ আবিষ্ঠা দূরীভূত হইলে জীবও পরমাত্মাতে বিলীন হইয়া থাকে | ot || چه * * ঘটস্থ আকাশ যেমন ঘট ভগ্ন হইলে মহাকাশে লীন হয়, সেইরূপ জীবাত্মা পরমাত্মাতে লয় পাইয়া থাকে, যে ব্যক্তি ইহা বিশেষরূপে বোধগম্য করিয়াছেন, তিনি মাঙ্গান্ধকার পরিত্যাগ করিয়া চিদানন্দময় মুখধামে প্রস্থান করেন । ৩৬ ৷ , হে ধনঞ্জয় । আমি যে ধ্যানযোগ কীৰ্ত্তন করিলাম, একপদে দণ্ডায়মান ফইয়া সহস্ৰ বৎসর তপশ্চরণ করিলেও তাহার ষোড়শাংশের একাংশ ক্ষয়লাভ टश्च ब1 ॥ ७१ ॥