পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४९ শাস্তি গীতা । নিত্যনৈমিত্তিকাচারাৎ ব্রহ্মণি কৰ্ম্মণোইপণাৎ। দেবায়তনতীর্থানাং দর্শনাৎ পরিসেবনাৎ ॥ যথাবিধি ক্ৰমেণৈব বুদ্ধিশুদ্ধি: প্রজায়তে ॥ ১• । পাপেন মলিন বুদ্ধি: কৰ্ম্মণা শোধিতা যদা । তদা শুদ্ধা ভবেৎ সৈব মলদোষবিবর্জনাৎ ॥ ১১ ॥ নিৰ্ম্মলায়াং তত্র পার্থ বিবেক উপজায়তে । কিং সত্যং কিমসত্যং বেতোছালোচনতৎপর ॥ ১২ ৷ ব্ৰহ্ম সত্যং জগন্মিথ্যা বিবেকা নিশ্চয় । ততো বৈরাগ্যমাসক্তেস্ত্যাগো মিথ্যাত্মকেষু চ ॥ ১৩ । ভোগ্যং বৈ ভোগিভোগঃ বিষময়বিষয়ং প্লোষিণী চাপি পত্নী, বিত্তং চিত্তপ্রমাথং নিধনকরধনং শক্রবৎ পুত্ৰকন্তে । মিত্রং মিত্রোপত্তাপং বলমিব ভবনং চান্ধুবম্বন্ধুবৰ্গt:, সৰ্ব্বং ত্যক্ত বিরাগী নিজহিতনিরতঃ সৌখ্যলাভে প্রসক্ত ॥১৪ ভোগাসক্তা: প্রমুগ্ধা: সততধনপর ভ্ৰাম্যমাণ যথেচ্ছং, দারাপত্যাদিরক্ত নিজজনভরণে ব্যগ্রচিত্ত বিষগ্না: | নৈমিত্তিকাদি কর্থের অন্তষ্ঠান এবং দেবতা ও তীর্থস্থান সমূহ যথাবিধি দর্শন ও সেবা করিলে ক্রমে চিত্তশুদ্ধি হয় ॥ ৯-১ • ॥ পাপ দ্বারা মলিনা বুদ্ধি যখন পূৰ্ব্বোক্ত প্রকার কৰ্ম্মানুষ্ঠান দ্বারা সংশোধিত হয়, তখন মলদোষরহিত হইয়া বুদ্ধি নিৰ্ম্মল হয় ॥ ১১ ॥ হে পার্থ ! বুদ্ধি নিৰ্ম্মল হইলে তাহাতে বিবেক উদয় হয়। তখন সত্য এবং অসত্য কি, এই আলোচনাতে তৎপর হইলে, “ব্রহ্ম সত্য এবং জগন্মিথ্যা বিবেক দ্বারা ইহা দৃঢ়নিশ্চয় হয় এবং জগৎ মিথ্যা বোধ হইলে, মিথ্যা বস্তুতে আস্থা ও আসক্তি পরিত্যাগ হইয়া বৈরাগ্য উদয় হয় ॥ ১২-১৩ ॥ বৈরাগ্য উদিত হইলে ভোগ্য বিষয় ও তাহার সম্ভোগ বিধতুল্য জ্ঞান হয়। পত্নী তাপদায়িনী, বিত্ত চিত্তপীডক, ধন নিধনকারী, পুত্ৰ-কন্যা শক্রবং, মিত্রগণ মাওঁও-সদৃশ উত্তাপদার, স্বভবন অরণ্যের ন্যায়, বন্ধুবৰ্গ অন্ধকূপের সদৃশ ভীষণ বোধ হয় । অতএব বিরা স্ট্র পুরুষ সমস্ত পরিত্যাগ করিয়া কেবল একমাত্র নিজ হিতসাধনে নিরন্তর অনুরক্ত ও মুথলাভ জন্য সতত ব্যগ্র থাকেন ॥ ১৪ ৷ তিনি বিষয়াসক্ত সংসারী পুরুষদিগকে দেখিয়া মুনে মনে এইরূপ খেদ ।