পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, শান্তি গীত 8 לס\ ন দাতব্য কচিন্মোহাচ্ছঠায় নাস্তিকায় চ। কুতর্কীয় চ মূৰ্খায় নিৰ্দয়োম্মার্গবৰ্ত্তিনে ॥ ৫২ ৷ প্রদাতব্য বিরক্তায় প্রপল্লীয় মুমুক্ষবে। গুরুদৈবতভক্তায় শাস্তায় ঞ্চজবে তথ। ॥ ৫৩ ॥ সম্প্রদ্ধায় বিনীতায় দয়াশীলায় সাধবে । বিদ্বেষক্রোধহীনায় দেয়া গীতা প্রযত্নতঃ ॥ ৫৪ ॥ ইতি তে কথিত বাজন শাম্বিগত সুগোপিত। শোকশান্তিকরী দিব্য জ্ঞানদীপ-প্ৰদীপনী ॥ ৫৫ ॥ গীতেয়ং শাস্তিনামী মধুরিপুণদিত পার্থশোকপ্রশাস্তৈা, পাপেীঘং তাপসংঘং প্রজবতি পঠনাৎ সারভূতাতিগুহা । আবিভূতি স্বয়ং সা স্বগুককর্ণসুখ শান্তিদ শান্তভাবা, কাশীসত্ত্বে সভাসা তিমিরচযতলা নৰ্ত্তয়ন পদ্ধবন্ধৈ ॥ ৫৬ ৷ ইতি শ্ৰীশান্তিগত সমাপা ॥ মোহবশত ইহা কখনও শঠ, নাস্তিক, কতাকিক, মুখ, নির্দয় ও উন্মার্গগামী ব্যক্তিকে প্রদান করিবে না। ৫২ ॥ যে মন্সষ্য বিরক্ত, শবণাগত, মুমুক্ষু, গুরু ও দেবতাতে ভক্তিযুক্ত, শাস্ত, সরল, শ্রদ্ধাযুক্ত, বিনীত, দয়াশীল, সাধু, বিদ্বেষ ও ক্রোধৰিহীন, তাহাকেই প্রযত্ব সহকারে ইহা প্রদান করিবে ॥ ৫৩–৫৪ ॥ হে রাজন ! অতীব মুগুপ্ত এই শাস্তিগীতা অতি মনোহর, এই গীতাশ্ৰবণে শোকশান্তি হইয়া জ্ঞানালোক প্রদীপ্ত হয়। ৫৫ ৷ পার্থের শোকশাস্তির নিমিত্ত ভগবান মধুসূদনের কথিত এই শাস্তিনামী গীতা পাঠ করিলে পাপ-তাপ সমূহ বিদূরিত হয়। অতিশুষ্কতম সারভূত এই শান্তিপ্রদায়িনী শাস্তস্বভাব শান্তিগীতা সত্ত্বগুণে স্বপ্রকাশক্সপিণী, অজ্ঞানান্ধকার-বিনাশিনী, ইহা ব্ৰহ্মজ্যোতিরূপ প্রদীপ্ত দীপ্তির সহিত মৃত্য করিতে করিতে গুরুর কৃপাবশতঃ পছাৰন্ধে স্বয়ং আবির্ভূত হইয়াছেন ॥ ৫৬ ॥ শাস্তিগীতা সমাপ্ত ।