তৃতীয়োহুধ্যায়ঃ ।
অগস্ত্য উবাচ । ন গৃহাতি বচঃ পথ্যং কামক্রোধাদিপীডিতঃ । হিতং ন রোচতে তস্ত মুম্বর্ষোরিব ভেষজম্ ॥ ১ । মধ্যেসমূদ্রং যা নীতা সীতা দৈত্যেন মারিনা। আয়াস্ততি নরশ্রেষ্ঠ সা কথং তব সন্নিধিমৃ ৷ ২ ৷ বধ্যন্তে দেবতাঃ সৰ্ব্ব দ্বারি মৰ্কটযুথবৎ । কিঞ্চ চামরধারিণ্যে যস্ত সন্তি স্বরাঙ্গনাঃ ॥ ৩ ॥ ভুঙক্তে ত্রিলোকীমথিলাং যঃ শস্তুবরদপিতঃ। নিষ্কণ্টকং তস্য জয়ঃ কথং তব ভবিষ্কৃতি । ৪ ॥ ইন্দ্ৰজিল্লাম পুত্রে যন্তস্তাস্তীশবরোদ্ধতঃ । তস্তাগ্রে সঙ্গরে দেবা বহুবারং পলায়িতা: ॥ ৫ ॥ কুম্ভকৰ্ণাহায়ে ভ্রাতা বস্তান্তি স্বরস্থদনঃ। অন্তো দিব্যাহ্মসংযুক্তশ্চিরঞ্জাবী বিভীষণ ॥ ৬ ॥
অগস্ত্য কহিলেন, যেমন মুমুধু ব্যক্তির ঔষধ রুচিকর হয় না, সেইরূপ গুরুর বাকা পরিণামে অমৃতস্বরূপ হইলেও কামক্রোধাদি-পীডিত মানব উক্ত গ্রহণ করিতে প্রবৃত্ত হয় না ॥ ১ ॥
হে নরশ্রেষ্ঠ ! কপটী রাক্ষস রাবণ যে সীতাকে সমুদ্রমধ্যে অপহরণ করিয়া পলায়ন করিয়াছে, সেই সীতা তোমার সমাপে কি প্রকারে আগমন করিবে ? ২ ॥
যাহার দ্বারে মৰ্কটৰূথের ন্যায় দেবগণ সংবদ্ধ রহিয়াছেন, মুরাঙ্গনাগণ যাহার নিকট চামরধারিণী হইয়া অবস্থিতি করিতেছেন এবং ষে মহাদেবের বর দ্বাবা গৰ্ব্বিত হইয়া নিষ্কণ্টকে সমস্ত ত্ৰৈলোক্য ভোগ করিতেছে, কেমন করিয়া তুমি তাহাকে জয় করিবে । ৩-৪ । * *
সেই রাবণের ইন্দ্রজিৎ নামক যে পুত্র আছে, সে মহাদেবের বর দ্বারা অতাব উদ্ধত হইয়াছে, তাহার সঞ্চিত যুদ্ধ করিয়া দেবগণ অনেকবার পলায়ন করিয়াছেন। পরন্তু কুম্ভকৰ্ণ নামক তদীয় ভ্রাতা দেবগণকে সংক্ষুব্ধ করিয়াছে এবং তাঙ্কার বিভীষণ নামক মন্ত এক ভ্রাতা চিরজীবী হইয়া नििश। সহায় করত অবস্থিত আছে। --৬ ॥
পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৩৭
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
